:::আন্তর্জাতিক ডেস্ক :::
তুরস্কের মধ্যাঞ্চলে শনিবার একটি ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি এই মাসের মধ্যে তৃতীয় ভূমিকম্প।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহ পর চারদিন আগে আবারো নতুন করে দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে আবারো তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
দেশটির দক্ষিণ-পূর্বে সিরিয়ার সাথে সীমান্ত এলাকায় ৬.৪ এবং ৫.৮ মাত্রার এই ভূমিকম্প দুটি অনুভূত হয়।এর আগে গত ৬ই ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়া দুটি দেশেই ভয়ংকর আরেকটি ভূমিকম্প সব কিছু তছনছ করে দিয়েছিল।
তুরস্ক এবং সিরিয়ায় ওই ভূমিকম্পে ৪৪ হাজার মানুষ মারা গিয়েছিল। এছাড়া ঘরবাড়ি ছাড়া হয় আরো লাখো মানুষ।