28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

    আরও পড়ুন

    :::আল আমিন,নাটোর প্রতিনিধি:::

    নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রাতে নাটোর সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার সিংহারদহ গ্রামের মোঃ খেজুরের ছেলে রেন্টু আলী (৩২), লোটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রকি পারভেজ (২৪), রামরগর গ্রামের নুর ইসলামের ছেলে মামুন অর রশিদ (২৬) ও হয়বতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাসুদ রানা (৫০)। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।

    র‌্যাব জানায়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের যৌথ নের্তৃত্বে বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সদর উপজেলার আশ্বিনা বাজার, মাস্তান মোড়ে লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা বাজার ও হয়বতপুর বাজারে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

    অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণের সরঞ্জাম সহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর