::: আল আমিন,নাটোর প্রতিনিধি:::
বিএনপি জামায়াতের অবৈধ অগণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, জনগণের জানমালের ক্ষতিসাধন ও দেশকে অস্থিতিশিল করার চক্রান্তের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকায় শান্তি সমাবেশ কর্মসুচি পালন করে দলটি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের মহিলা এমপি রত্না আহমেদ, আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সাজেদুর রহমান খান,সাবেক প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জজ কোর্টের পিপি অ্যাডঃ সিরাজুল ইসলাম।
শান্তি সমাবেশে বক্তারা বলেন , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে আপন করে আগলে রেখেছেন । দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। সেজন্য কোন ভাবেই জামায়াত বিএনপির সন্ত্রাসীদের হাতে আর দেশের মানুষকে তুলে দিতে চান না তিনি। অতীতে কোন সময়ে জামায়াত-বিএনপির কাছে মানুষ নিরাপদ ছিলো না আর কোনদিন নিরপদ থাকতেও পারেনা। এই জন্য বিএনপি- জামায়াতকে আর কোন দিন ক্ষমতায় আসতে দেওয়া হবেনা। দেশের মানুষকে সাথে নিয়ে এই জামায়াত- বিএনপিকে প্রতিহত করা হবে।