28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    পটিয়ায় বাস দূর্ঘটনায় একজন নিহত

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    চট্টগ্রামের পটিয়া উপজেলার বাইপাসে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো: রুবেল (৩৫) নামের একজন নিহত হয়েছেন। সে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন, ৩৪ নং ওয়ার্ড পাথরঘাটা হাজী নজিমিয়ার লেইনের নুরুল আনোয়ারের পুত্র। আহত হয়েছেন ৮জন।

    তারা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের মো: ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার মো: সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার মো: আরিফ (২৪), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮), রুবেল (২২)।

    শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
    জানা গেছে, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৭)) পটিয়া বাইবাসে পৌছলে চট্টগ্রামমুখী লোকালবাসের (চট্টমেট্রো জ ০৫-০২২২) মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইটকোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা লাগে৷

    দুই গাড়ির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত ও ৮জন আহত হয়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷

    পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম তোহা জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গাড়ি দুইটি পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর