:::আন্তর্জাতিক ডেস্ক :::
তীব্র তুষারপাতের কারনে একদিনে প্রায় এক হাজার ৬৪০ ফ্লাইট বাতিল হয়েছে অ্যামেরিকায়। বৃহস্পতিবারও একই অবস্থা চলবে বলে মনে করা হচ্ছে। ডিডব্লিউ।
দেশটির বিভিন্ন প্রান্তে তুষারঝড়। আর তারই জেরে বুধবার অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে অ্যামেরিকায়। এর মধ্যে দেশের বাইরের বিমানও আছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরগুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় এয়ারলাইন স্কাইওয়েস্ট ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এই স্কাইওয়েস্ট ইউনাইটেড, ডেল্টা, অ্যামেরিকান, আলাস্কা এয়ারলাইনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে পার্টনারশিপে কাজ করে। ওই বিমান সংস্থাগুলিও একের পর এক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে তুষার ঝড়ের জন্য। দেড়িতে ছেড়েছে প্রায় পাঁচ হাজার বিমান।