28 C
Dhaka
Monday, April 28, 2025
More

    বইমেলায় জঙ্গি হামলার উড়োচিঠি

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    নির্বাচনকে কেন্দ্র করে দেশে জঙ্গি তৎপরতা বাড়ার শঙ্কা করা হচ্ছিল বেশ কিছুদিন থেকে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারাদেশে জঙ্গি তৎপরতা নজরদারির মধ্যে রেখেছে; পুলিশের তরফ থেকে এমন তথ্য দেবার পরদিনই উড়ো চিঠিতে হুমকি দেয়া হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালককে।

    পুলিশের সদর দপ্তর ও ঢাকায় চলমান একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে এমন চিঠি দেয়া হয়েছে  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ আনসার আল ইসলাম’ । বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে পাঠানো চিঠিতে পাকিস্তানের করাচির মতো বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ  বলেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। এরকম একটি উড়ো চিঠির খবর আজ (বৃহস্পতিবার) আমরা জিডির মাধ্যমে জানতে পেরেছি। চিঠিটি হাতে লেখা। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির স্বাক্ষর করা চিঠিটি বাংলা একাডেমির মহাপরিচালককে পাঠানো হয়েছে।’

    মো. শহীদুল্লাহ বলেন, ‘চিঠিতে লেখা আছে- যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়। এগুলো পুলিশ বন্ধ করে না। পুলিশের নাকের ডগায় এগুলো হচ্ছে। ইসলাম পরিপন্থী এসব কাজ বন্ধ করা না হলে করাচির মতো পুলিশ সদর দপ্তরে হামলা চালানো হবে।’

    তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে তারা মনোযোগ আকর্ষণের জন্য এ ধরনের চিঠি দিয়েছে। এটা সত্যি সত্যি চিঠি নাকি উড়ো চিঠি সেটি তদন্ত করে জানা যাবে। বাংলা একাডেমী কর্তৃপক্ষ সকাল সাড়ে ১০টার দিকে ডাকে চিঠিটি পেয়েছেন। ১১টার দিকে তারা থানায় এসে জিডি করেছেন। চিঠিতে অনুলিপির কথা বলা হয়েছে। তবে হাতের লেখা স্পষ্ট নয়। চিঠিটি পরীক্ষা করে দেখার জন্য  সিটিটিসি নিয়ে গেছে।’

    - Advertisement -spot_img

    সবশেষ খবর