20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চট্টগ্রামে শুরু হলো রিহ্যাব ফেয়ার

    আরও পড়ুন

    :::নাদিরা শিমু :::

    ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বর্তমান সরকার ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলেই বিশ্বজুড়ে মন্দা প্রভাব সামাল দেয়া সম্ভব হয়েছে। আবাসন খাতের বিনিয়োগকারীদের জন্য সরকার নীতিমালা সহজ করেছে।

    বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের  রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা হলে ১৫তম এই রিহ্যাব ফেয়ারের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম।

    সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী জানান, এবারের ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে ২টি প্রতিষ্ঠান, কো–স্পন্সর হিসেবে ১৭টি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান ৫টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

    ফেয়ারে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে উইকন প্রপার্টিজ লিমিটেড এবং আরএকে সিরামিকস্‌ বাংলাদেশ লিমিটেড। কো–স্পন্সর হিসেবে থাকছে– সেনা কল্যাণ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, এপিএল হোল্ডিংস লিমিটেড, সাইন ম্যাট্রিঙ বিল্ডার্স লিমিটেড, পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড, সাফ হোল্ডিংস লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, জুমাইরাহ হোল্ডিংস লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট এন্ড বিল্ডিং প্রডাক্টস লিমিটেড।

    মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা–দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য র‌্যাফল ড্র এর মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর