22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    ‘যে মুখে ডাকি পবিত্র মা, সে মুখে কখনোই মাদক না’

    আরও পড়ুন

    ::: নিজস্ব সংবাদদাতা :::

    বাঁশখালী পৌরসভার ঐতিহ্যবাহী আশকরিয়া পাড়ায় গত ২২ ফেব্রুয়ারী রাত ১০ টায় ‘আমরা আস্করিয়াবাসী ’ সংগঠনের উদ্দ্যেগে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। উক্ত খেলায় জলদী পৌরসভা অগ্রদূত ক্লাবকে ১৭ রানে হারিয়ে নাপোড়া মীরপাড়া একাদশ জয়ী হয়েছে।

    উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।

    পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল গাফ্ফার খান, অপ্রতিরোধ্য বাংলাদেশ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আদনান এলাহী তুহিন, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, সাংবাদিক জোবাইর চৌধুরী, বিশিষ্ট্য ব্যবসায়ী মোস্তফা আলী, হোসাইন মোহাম্মদ আজগর প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘ যে মুখে ডাকি পবিত্র মা, সে মুখে কখনোই মাদক না।’ যুব সমাজ সমাজের অহংকার। স্বাস্থ্য সবল ও সুন্দর রাখতে খেলাধুলা করতে হবে। সুন্দর জীবন গড়তে মাদককে না বলতে হবে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর