::: জোবাইর চৌধুরী , বাঁশখালী :::
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের আলোচিত ও ২৭ মামলার আসামী চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা অস্ত্র মামলায় ৬ঘন্টা পুলিশ হেফাযতে জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় আদালত হাজির করা হয় তাকে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তার রিমান্ড মঞ্জুরপূর্বক জামিন আবেদন না-মঞ্জুরের বিরোধিতা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গন্ডামারার চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে ৫ দিনের চাওয়া রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানী শেষে পুলিশ হেফাযতে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন আদালত।
উল্লেখ্য, আলোচিত বিএনপি নেতা, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে বাঁশখালী থানায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরীর বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।