চট্টগ্রামের অমর একুশে বইমেলায় এবার বেরিয়েছে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শামসুল হক হায়দরীর নতুন উপন্যাস ‘গ্রাফিতি’। ঢাকার মৌ প্রকাশনী বইটি প্রকাশ করেছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলার চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩-৪ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
এ পর্যন্ত উপন্যাস, নাটক, ছোটগল্প মিলিয়ে তার আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রায় বিলুপ্ত হতে চলা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রথম ও একমাত্র উপন্যাসটি লিখেছেন শামসুল হক হায়দরী। ২০১৮ সালের বইমেলায় ‘তোতাপাখির দিস্তান’ নামের উপন্যাসটি প্রকাশিত হয়।
কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি একজন সৃজনশীল মানুস হিসেবে তার পরিচিতি সারাদেশেই। গল্প, উপন্যাস, নাটকসহ লেখালেখির নানা মাধ্যমে সক্রিয় শামসুল হক হায়দরীর জন্ম ১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।