চট্টগ্রাম ব্যুরো
আইইবি’র নির্বাচন-২০২২ – এ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ(বিপিপি)’র মনোনীত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন এর নেতৃত্বে নব-নির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম.এ. রশীদ ও নব-নির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানসহ একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পৃষ্ঠপোষক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জেষ্ঠ্যতম প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের সাক্ষাতে বর্ষীয়ান এই নেতা সর্বপ্রথম স্বাধীনতার পক্ষে ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল বিজয়ী প্রকৌশলীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিয়ে প্রকৌশলী প্রতিনিধিদের সাথে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। তিনি দেশের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয়ের উপর সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ করার উপর পরামর্শ প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রকৌশলীদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে বলে মতামত ব্যক্ত করেন। সাক্ষাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী এনামুল বাকী, প্রকৌশলী খুরশেদ উদ্দীন আহমেদ, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম, প্রকৌশলী মাকসুদ আলম, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, প্রকৌশলী মো: মাঈন উদ্দীন (জুয়েল), প্রকৌশলী সুমন বসাক, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী মো: আশিকুল ইসলাম, প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, প্রকৌশলী সাইফুদ্দীন মোঃ ফোরকান চৌধুরী, প্রকৌশলী মো: ইফতেখার আহমেদ, প্রকৌশলী। অসীম সেন, প্রকৌশলী আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান, প্রকৌশলী শেখ রাব্বি তৌহিদুল ইসলাম, পিইঞ্জ প্রকৌশলী কে.এম. রোকনুজ্জামান, প্রকৌশলী এ.এস.এম. রেজাউন নবী, প্রকৌশলী সুব্রত দাশ, প্রকৌশলী মিশু, প্রকৌশলী মঈন, প্রকৌশলী তুহিন রায় ও প্রকৌশলী প্রদীপ বড়ুয়া।