22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    নজিবুল বশর মাইজভান্ডারির এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি

    আরও পড়ুন

    ::: নিজস্ব প্রতিবেদক :::

    ফটিকছড়ি থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি দুর্নীতি দমন কমিশনকে ( দুদক) নিয়ে কুটুক্তি করেছেন। এছাড়া  সরকারের সবকিছু ফাঁস করে দেবেন – এমন হুমকি দেবার পরপর সারাদেশে প্রতিক্রিয়া সৃস্টি হয়। নিজের ছেলেদের দূর্নীতির মামলার আসামি করার কারণে দুদকের চামড়া দিয়ে ছিঁড়ে ফেলবো বলে বেফাঁস মন্তব্য করেন স্থানীয় এক অনুষ্ঠানে।

    বৃহস্পতিবার এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

    আদালত বলেছেন, আমরা সবাই কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। সিভিল সোসাইটির একজন মানুষ, তার মন্তব্য সুন্দর ও মনোমুগ্ধকর হওয়া উচিত ছিলো।

    এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার পর বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর