22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    সংখ্যালঘুদের জমি জবরদখল, মীর হেলালের বিরুদ্ধে মামলা

    আরও পড়ুন

    ::: হাটহাজারী প্রতিনিধি :::

    চট্টগ্রামের হাটহাজারীতে সংখ্যালঘুদের জমি জবরদখল এবং চলাচলের পথ বন্ধ করার অভিযোগে বিএনপি নেতা মীর হেলাল ও তার বাবা মীর নাসিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন।

    বুধবার (২২ ফেব্রুয়ারী) ভুক্তভোগীদের পক্ষে চিন্ময় কৃষ্ণ চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালতে  মামলাটি দায়ের করেছেন।

    অভিযোগ আমলে নিয়ে আদালত  ২রা মার্চ পরবর্তী শুনানির নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বর্ণিত ভূমিতে কোনো কাজ না করার নির্দেশ দেন এবং হাটহাজারী থানাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে।

    মামলা (২২৯/২০২৩) সুত্রে জানা যায়,  হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরীক ধামের জায়গা জবরদখল করেছেন মীর মোহাম্মদ নাসির উদ্দীনের ছেলে  ও   বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল। তিনি চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বাবা ও ছেলে দুইজনকেই মামলার আসামি করা হয়েছে।

    বাদির আইনজীবী শুভাশিস দাশ জানান,  ‘ মীর হেলাল ও তার বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দীন  দেবোত্তর সম্পতি জবরদখল করেছেন। আরএস জরিপসহ প্রায় একশ বছর যাবত এটি সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী দেবোত্তর ভূমি হিসেবে চিহ্নিত করা রয়েছে। একটি চক্র মিথ্যা তথ্য দিয়ে জমিটির অনুকূলে  বিএস জরিফ করিয়েছেন। ২০ ফেব্রুয়ারী এই জমিতে লোকজন নিয়ে ডুকে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।  ‘

    এবিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,  আদালতের নির্দেশ আমলে নিয়ে নালিশি সম্পতিটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। বিবাদীদের  রাজনৈতিক প্রভাব থাকলেও কোন ছাড় দেয়া হবে না। ‘

    - Advertisement -spot_img

    সবশেষ খবর