::: পটিয়া প্রতিনিধি :::
চট্টগ্রামের পটিয়া কৈয়গ্রামে তাইজুল ইসলাম স্মৃতি অলিম্পিক নাইট ফুটবল টুনামেন্ট ২০২৩ শুরু হয়েছে। কৈয়গ্রাম তাইজুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে কৈয়গ্রাম এলাকার মাঠে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব ও সমাজ সেবক মো. শোয়াইব দুলু।
ক্রীড়া ব্যাক্তিত্ব ও প্রবাসী মো. ইয়াছিনের সভাপতিত্বে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. রেজাউল করিম।
মো. সাইফুদ্দিনের সঞ্চলনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ফরিদ (সও)।
এতে অতিথি ছিলেন মো. লিটন, সবুজ, আবছার, ইলিয়াস, জাকির, কামাল মেম্বার, বাদশা মেম্বার , মাহফুজ,হাসান, মহিউদ্দিন, বেলাল, তাহের, ইয়াছিন, মামুন, ইমরান, রুবেল,ওসমান, রাসেল, আজিজ, ইউনুস, আনোয়ার, ইয়াছিন, ফোরকান,মনির আহমেদ, তসলিম প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতের আকাশ আলোকিত করে জমকালো আতশবাজির মধ্য দিয়ে শুরু হওয়া টুনামেন্টর প্রথম দিনের তিনটি খেলায় খেলায় মুখোমুখি হয়ে নোয়াপাড়া ফ্রানড্স খোলাগাঁও সেভেন স্টারকে হারিয়ে জয়ী হন, জিরি বড় বাড়িকে হারিয়ে ইমন একাদশ জয়ী হন এবং আর কে রাব্বিকে হারিয়ে জিএফটি একাদশ জয়ী হন। প্রথম দিনের তিনটি খেলা পরিচালনা করেন রেফারী মো. সালাউদ্দিন।
টুনামেন্টে মোট ৩২ দল অংশগ্রহন করে। প্রচন্ড শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলায় শত শত মানুষ উপভোগ করে।