18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

    আরও পড়ুন

    ::: হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:::

    চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আবু তৈয়ব নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলা মেখল ইউনিয়নের ইছাপুর এলাকার রাউজান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আবু তৈয়ব উপজেলা মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ মাদ্রাসা সড়কের চেঙ্খালি ব্রিজ এলাকার শেখ আলাউদ্দিনের বাড়ীর শেখ জালাল আহমদের পুত্র। সে পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।

    নিহতের ভাই মোহাম্মদ হারুন প্রতিবেদককে বলেন, আমার ভাই তৈয়ব তার গাড়ি সিএনজি চালিত অটোরিকশাতে গ্যাস নিয়ে গাড়িটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসলে অজ্ঞাত একটি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আমার ভাই ঘটনাস্থল মারা যায়।

    বুধবার বেলা ১১টার দিকে তার দাফনকাজ সম্পন্ন হয়। এবিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ কামরুল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু তৈয়ব নামে এক ব্যক্তিকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে তার মৃত্যু ঘটনাস্থলে হয়েছে।পরে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া দুর্ঘটনা কবলিত গাড়িটি চিহ্নিত করার লক্ষ্যে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর