::: মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী :::
চট্টগ্রামের হাটহাজারীতে বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন নামে এক বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়িঘর ভাংচুর করা হয়েছে। সেই বৃদ্ধকে নির্যাতনের ছবি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এনিয়ে ক্ষোভে ফুঁসছে পুরো উপজেলার মানুষ।
গতকাল মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা আমেদ হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ নিজ নামীয় ফেইসবুক ওয়ালে অভিযুক্তদের শাস্তি দাবি করে নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা আমেদ হোসেনের ছবি পোস্ট করেন। ওই মুক্তিযোদ্ধাকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও বাড়িঘর ভাংচুর চালিয়ে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকারের প্রতিবাদ জানান।
জানা যায়, নির্যাতনের শিকার হওয়া মুক্তিযোদ্ধার সনাক্তকরণ নাম্বার ১১৫০০০৩৪৭৫। এনিয়ে ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম শওকত বলেন, বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনকে বেঁধে নির্যাতনের ঘটনাটি শুনে আমি পুলিশ নিয়ে উপস্থিত হয়েছি। পুরো ঘটনা জেনে জানাব।’
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ঘটনাটি শুনছি। ঘটনাস্থলের থানার টিম ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত আছেন।এ ঘটনায় পুলিশ নাহিদা সোলতানা (৩৫) নামে এক গৃহবধুকে গ্রেফতার করা হলেও ঘটনার সাথে জড়িত অন্যান্যরা পালিয়ে যায়।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। এ নিয়ে আমরা মর্মাহত। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে নিয়ে আমি ঘটনাস্থলে গেছি। ঘটনাটি যাচাই বাছাই করে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংবাদ পেয়ে তিনি মঙ্গলবার গভীররাত পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জবর দখলকৃত জায়গায় নির্মিত দেয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেন। ঘটনার মূল ইন্দনদাতা নাহিদা সোলতানাকে গ্রেফতার করলেও স্বামী লোকমান হাকিম (৫০) ও পুত্র ইমতিয়াজ হাকিম (২৫) পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত গৃহবধু নাহিদা সোলতানাকে বুধবার কারাগারে পাঠানো হয়।
এদিকে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী এলাকায় বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন চৌধুরীকে গাছের সাথে বেঁধে নির্যাতন করে সন্ত্রাসী কায়দায় হামলা করে জায়গা জবর দখল এবং দেয়াল নির্মাণ উদ্বেগ প্রকাশ করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।