নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রামের আন্দরিকল্লায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। আগুনে সিরাজুদ্দৌলা রোড়ের রাসায়নিক দ্রব্য বিক্রির সাইন্টিফিক দ্রব্যের দোকান, প্রিটিং প্রেস ও লেদ মেশিনের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিস এর ৫টি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।
নগরীর নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদশীরা জানায়, সমবায় অফিসের সামনে লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরবর্তীতে আগুন পাশের প্রিন্টিং প্রেস ও তাজ সাইন্টিফিক দোকানে ছড়িয়ে পড়ে। কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন পাশের ৩ তলা বিল্ডিংয়ের এবি সার্জিক্যাল দোকানে কেমিক্যাল মজুদ থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়ে। রাত ১টার দিকে আলম ইঞ্জিনিয়ারিং নামে লেদ মেশিনের দোকান থেকে ফায়ার সার্ভিস কমীরা একজনের মৃতদেহ ও একজনকে জীবিত (অগ্নিদগ্ধ) উদ্ধার করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লাহ ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী বলেন, সমবায় অফিস ও মেটারনিটি হাসপাতালের সামনে ৪ তলা মার্কেটের পাশের টিনসেট দোকানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন আহত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হল তা জানা যায়নি। ‘