নিজস্ব প্রতিবেদক :::
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নিজস্ব অর্থায়নে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সম্মুখে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার সকালে শহদ মিনার উদ্বোধনকালে মেয়র বলেন, বাঙালি জাতীয় চেতনার ভিত্তিভূমি হলো আমাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। আমাদের নিজস্বতার, সংগ্রামের, গৌরবময় ইতিহাসের প্রতীক শহীদ মিনার। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের শেকড়ের পরিচয় তুলে ধরতে চসিকের নিজস্ব অর্থায়নে এই শহীদ মিনার নির্মাণ করা হলো। নাগরিকদের মনোজাগতিক বিকাশে প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভিত্তিক কাজ করব।
রেজাউল করিম বলেন, “প্রগতিশীল শক্তিকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা আমরা পেয়েছি তা রক্ষা করতে প্রয়োজন ঐক্যবদ্ধ সাংস্কৃতিক প্রয়াস। শত্রুরা থেমে নেই। নানা ষড়যন্ত্রের জাল বুনে তারা আমাদের আত্মপরিচয় থেকে ভুলিয়ে দিতে চায়। এ ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি অভিবাবকদের ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে একুশের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে।”
উদ্বোধনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর মো. ইলিয়াছ, হুরে আরা বেগম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন কর্মকর্তা আবুল হাশেম, থানা আওয়ামীলীগ নেতা ফয়েজ আহমদ, আবু তাহের, রেজাউল করিম কাউসারসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।