জোবাইর চৌধুরী বাঁশখালী :::
ভাষা শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের উদ্যেগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে চাম্বল ন্যাশনাল হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্ভোদন ও সেবা গ্রহণ করেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। চিকিৎসা ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন। মানবিক চিকিৎসক খ্যাত ডাঃ আসিফুল হক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: দিদারুল হক সাকিব, ডা: অমিত দাশ, ডা: এস.এম.ইমতিয়াজ, ডা: জেসমিন আক্তার জেসি ও ডা: আবদুল মজিদ সোহাগ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের নির্বাহী পরিচালক, পরিচালক, ও শুভাকাঙ্খীরা। ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি সেবা গ্রহণকারী রোগীদের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ২৫% ছাড় ঘোষনা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।