মহিউদ্দীন চৌধুরী,পটিয়া :::
চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী ছনহরা ষোড়শী বালা উচ্চবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক কে. এম. আবদুল গনির সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হয়।
অনুষ্ঠানের কর্মসূচীতে ছিল শহীদ মিনার ও স্মৃতি সৌধ অংকন, এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. ওসমান আলমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ও সমাজ সেবক মো: মিজানুর রহমান, অভিভাবক সদস্য উত্তম বৈদ্য, মজিবুর রহমান, ইকবাল হোসেন এবং মহিলা সদস্য ছেনুয়ারা বেগম।
সভার শুরুতে জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন-উম্মে সাদিয়া, ঈশা বিশ্বাস এবং অর্পিতা বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ওসমান আলমদার
শিক্ষানুরাগী সদস্য মোঃ মিজানুর রহমান,উত্তম বৈদ্য, মজিবুর রহমান,ইকবাল হোসেন,মহিলা সদস্য ছেনুয়ারা বেগম, সুকৃতি রাণী দে এবং নিবেদন বিশ্বাস। বক্তারা বলেন- বাঙালী এমন এক জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছেন যা বিশ্বের দরবারে আর কোন জাতির এ ধরনের দৃষ্টান্ত নেই। তাই একুশের রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে মাথা নত না করার যে চেতনা রফিক, বরকতরা স্থাপন করে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে চলছে। যতকাল বাংলা থাকবে, বাঙালি থাকবে, ততকাল ফেব্রুয়ারি এলে প্রতিটি বাঙালির হৃদয়ে ধ্বনিত হবে সেই কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি? এবং প্রধান শিক্ষক কে.এম. আবদুল গণির সমাপনি বক্তব্য শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবু অলকেশ কুমার দাশ।