মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদের আত্মার শান্তি কামনায় গরীব-দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এই খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু দাস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল দাস সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।