সাতকানিয়া প্রতিনিধি ::
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রকে বেধড়ক পিটিয়েছে বখাটেরা। আহত ওই স্কুল ছাত্রের নাম রিয়াদ হোসেন ফাহিমকে (১৬)।
রক্তাক্ত অবস্থায় ফাহিমকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কেরানী হাটস্থ আশশেফা স্কুল এন্ড কলেজ এর সামনে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
এঘটনায় আহত স্কুল ছাত্রের পিতা মোহাম্মদ ইয়াসিন আরফাত বাবুল বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে থামোশিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের আব্দুল আলমের পুত্র আরিফুল ইসলাম তুষার ( ২০),একই এলাকার মোহাম্মদ তুহিনসহ ১০/১২ জনকে অজ্ঞাত বিবাদী করা হয়।
ঘটনার বিবরনে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে একই স্কুলের এক ছাত্রীকে উত্ত্যাক্ত করে তুষার। বিষয়টি তুষারের ফুপি কেওচিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য রুকেয়া বেগমকে স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ ইসমাইল মোঃ রাশেদ অবহিত করেছিলেন। কিন্তু উত্যক্তকারীদের বিরুদ্ধে পারিবারিকভাবে কোন ব্যবস্থা না নেয়ার জের সোমবার দুপুর আনুমানিক দেড়টার সময় ফাহিম স্কুল থেকে মডেল টেস্ট পরীক্ষা শেষে বের হলে স্কুল গেইটের আশপাশ এলাকায় আগে থেকে ও পেতে থাকা বখাটেরা ফাহিমের গতিরোধ করে তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ফাহিম। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
এই বিষয়ে আশশেফা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য ও কেরানী হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাস্টার জয়নাল আবেদীন বলেন,রাস্তায় ছাত্রীদেরকে এই ধরনের ইভটিজিং যারা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া দরকার।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, এক স্কুল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব।