20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    এখনও অন্ধ বেসরকারি কনটেইনার ডিপো মালিকরা

    আরও পড়ুন

    নাদিরা শিমু, চট্টগ্রাম 

    বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও সচেতন হন নি চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। ভাম্রমান আদালত নগরের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এমন অনিয়ম দেখতে পায়। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় ভারটেক্স অফ ডক লজিটিক্স নামের কন্টেইনার ডিপোতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস।

    এসময় প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ছাড়াই একটি পেট্রোল পাম্প পরিচালনা করতে দেখা যায়। এছাড়া ডিপোতে ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা। ছিল না ফায়ার সেফটি প্লান এবং ফায়ার হাইড্রেন্ট। ২২ বছর ধরে ডিপো চালনা করলেও ফায়ার সেফটি প্লান অনুমোদন বা বাস্তবায়নের কোন ব্যবস্থা নেননি ডিপো কর্তৃপক্ষ।

    এসকল অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো: মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের চট্টগ্রামের পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রতীক দত্ত।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর