22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবি,দুইজনের মৃত্যু

    আরও পড়ুন

    রাঙ্গামাটি প্রতিনিধি :::

    রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহি নৌকাডুবি,মুমূর্ষ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষ্য ৩ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন। নিহতরা দুজনেই নারী বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান। তিনি জানান, নিহত দুই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    সোমবার বিকেলে রাঙ্গামাটি শহরের দেশী বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলো নমিতা বর্মণ, মীনা রানী বর্মন ও সচিন্দ্র মন্ডল।

    জানা গেছে নিহত-আহত সকলে মিলে মোট ৫৬ জন জয়পুরহাটের পাচবিবি এলাকা থেকে রাঙ্গামাটি কাপ্তাই লেক ও ঝুলন্ত ব্রিজ দেখতে বেড়াতে আসেন। বিকেল বেলা ঝুলন্ত ব্রিজ দেখে ডিসের বাংলার সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ করে তাদের বহনকারী দেশীয় ইঞ্জিন বোটটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায়।

    ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর