পটিয়া প্রতিনিধি :::
আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন গ্রাম পুলিশের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সোমবার সকালে পটিয়া উপজেলা পরিষদের মাঠে আয়োজিত খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. মোরশেদ,দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।
চট্টগ্রাম জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আলম, পটিয়া উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক মনছুর আলম, গ্রাম পুলিশ সদস্য আবু তাহের, মো. তসলিম বাবুল।
আলোচনা শেষে উপজেলার ১৭ ইউনিয়নের ১৩৫জন গ্রাম পুলিশ সদস্যকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।বক্তারা বলেন, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও নজির দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পটিয়াতে যে মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা নজিরবিহীন। এমন কাজে সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।