সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুছ দেশীগ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ভোগলমান বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।