22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    চসিকের প্রকৌশলী জসিমের কম্পিউটার থেকে দরপত্র জমা দিয়েছে ঠিকাদাররা

    আরও পড়ুন

    নাদিরা শিমু :::

    চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগে বিভিন্ন  দরপত্রে অনিয়ম ও সমঝোতা করে কাজ বিক্রির তথ্য পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলার ঘটনার আগেই ফাঁস হয় চসিকের প্রকৌশলী  জসিম উদ্দিনের ব্যক্তিগত কম্পিউটার থেকে ‘দরপত্র’ জমা দেবার তথ্য। নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন একই সাথে আড়াই হাজার কোটি টাকার  উন্নয়ন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক।

    মন্ত্রণালয়ের সুত্র জানিয়েছে, ঠিকাদারি নিয়ে নানা অনিয়ম দূর্নীতির  তথ্য  প্রকাশ্য আসার পর ‘ইজিপি’ আইপি সার্ভার পরীক্ষা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের  একই কম্পিউটার থেকে বিভিন্ন দরপত্রের টেন্ডার জমা দেবার তথ্য মেলে। ঘটনাটি ফাঁস হবার পর  প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম  এই বিষয়ে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়;  চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত কোন প্রকৌশলী বা কোন কর্মকর্তার কম্পিউটার থেকে ইজিপি’র দরপত্র জমা দেয়া যাবে না।

    জানা গেছে,  সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল (http://eprocure.gov.bd ) পরিকল্পনা মন্ত্রণালয়ের সেণ্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের দ্বারা (সিপিটিইউ)  তৈরী, গৃহীত ও পরিচালিত। ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) এবং ক্রয়কারী (পিই)-সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ঠিকাদারের জমা দেয়া তথ্য,  ‘আইপি নীরিক্ষা ‘ করে দেখা যায়,  চসিকের বিভিন্ন কম্পিউটার থেকেই এসব দরপত্র জমা দেয়া হয়েছে।

    সিপিটিইউর তথ্যমতে, ইজিপি একমাত্র ওয়েব পোর্টাল যেখান থেকে এবং যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ নিরাপদ ওয়েব ড্যাসবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারে। ই-জিপি সিস্টেম সিপিটিইউ’তে স্থাপিত ডাটা সেণ্টারে ধারণ করা হয়েছে। প্রতিটি দরপত্র জমা দেবার তথ্য সংরক্ষিত থাকে সেখানে। ফলে বিভিন্ন কাজের জন্য নির্বাচিত ঠিকাদাররা রেট কোড করার সময়  কোন কম্পিউটার ব্যবহার করেছে সেটি খুব সহজের ধরা যায়। কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের দরপত্র বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ঠিকাদার চসিকে বসে প্রকৌশলী জসিম উদ্দিনের কম্পিউটার ব্যবহার করে দরপত্র জমা দিয়েছে। রুবেল নামের এক অফিস সহকারীর উপর দোষ চাপানো হলেও সুত্রমতে, দরপত্র কোড করা হয়েছে প্রকৌশলী জসিম উদ্দিনের সামনেই।

    ইণ্টারনেট ব্যবহার করে সরকারের ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠান ই-জিপি ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারে। সরকারী ক্রয়কাজে এই সংস্কার কার্যক্রম বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২’ এর আওতায় সম্পাদিত হয়। ইজিপিতে বেসরকারি ঠিকাদারদের দরপত্র কোডের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী বা কর্মকর্তার কম্পিউটার ব্যবহার করতে পারবে না। এমন নিয়মের তোযাক্কা না করে চসিকের প্রকৌশল বিভাগের বিভিন্ন কম্পিউটার ব্যবহার করে (ঠিকাদারদের পক্ষে) দরপত্র জমা দেবার অভিনব জালিয়াতি ধরা পড়লেও চসিক থেকে ব্যবস্থা না নিয়ে নির্দেশনা জারি করা হয়েছিলো গেলো বছরের ১৫ ডিসেম্বর ।

    পিপিআর বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী  প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিকাদাররা কোন কম্পিউটার ব্যবহার করে দরপত্র জমা দেবে সেটি তাদের বিষয়। তবে সংস্থার কম্পিউটার ব্যবহার করে কোন কর্মকর্তা কর্মচারী ঠিকাদারদের পক্ষে দরপত্র জমা দিলে কি ব্যবস্থা নেয়া সেটি আইনে স্পষ্ট করে কিছু বলা হয় নি। এটি সরকারী চাকরিবিধিমালাও সমর্থন করে না। চট্টগ্রাম সিটি করপোরেশনের দরপত্র জমা দেবার বিষয়ে এমন অভিযোগ শুনেছি। এই বিষয়ে প্রকৌশলীদের সতর্ক করে নির্দেশনা দেয়া হয়েছে।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদার দরপত্র জমা দেবার ক্ষেত্রে অফিসের কম্পিউটার ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করা শর্তে তারা প্রতিবেদককে জানান, টেন্ডার দফারফা করার কাজে প্রকৌশলী ব্যক্তিগত কার্যালয় ব্যবহার করা হয়। তবে প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর হামলার পর থেকে ঠিকাদারদের সাথে চসিকের কর্মকর্তাদের দেখা স্বাক্ষাৎ করার ব্যাপারে মেয়রের নিষেধ আছে।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর