চট্টগ্রাম নগরবাসী নিরাপদ খাবার নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নগরীর জুবলি রোডে টাওয়ার ইন হোটেলে অভিযান চালায়।
অভিযানে ‘টাওয়ার ইন’ হোটেলের ‘গ্রীন চিলি’ রেস্টুরেন্টের ফ্রিজে হোটেল মালিকের কুকুরের জন্য রাখা খাবার এবং গ্রাহকের জন্য রান্না করা খাবার এক সঙ্গে পান ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতকে হোটেল এবং রেস্টুরেন্টের লাইসেন্স দেখাতেও ব্যর্থ হয় কর্তব্যরত কর্মকর্তাগণ।