প্রেস বিজ্ঞপ্তি :::
মুরাদপুর মোড় থেকে বায়েজিদ নামে তিন বছরের একটি ছেলে হারানো গিয়েছে তার নাম বাইজীদ, রাত ৯.০০ টা ১৬ই ফেব্রুয়ারী থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার গায়ে পরানো ছিল খয়েরী কালার একটি গেঞ্জি এবং সাদা একটি প্যান্ট।
কোন হৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে এবং পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করবেন,আব্দুল করিম,(ছেলের মামা) – 01874481994।