20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে’ ঢাকা পোস্টে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    আরও পড়ুন

    চট্টগ্রাম ব্যুরো ::;

    বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য ড. আহসান সাইয়েদ দুই বছর পূর্তির এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

    প্রধান অতিথির বক্তব্যে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ঢাকা পোস্টের বয়স মাত্র দুই বছর। এ সময়ে তারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। নিউজের গুণগত মান এবং উপস্থাপনের কৌশলের কারণে তারা পাঠকের কাছাকাছি পৌঁছেছে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদের চেয়ে সত্যনিষ্ঠ সংবাদে গুরুত্ব দেয়।

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আহসান সাইয়েদ বলেন, ডুবন্তের চেয়ে উদীয়মানমান সূর্যের দাম অনেক বেশি। ঢাকা পোস্ট গণমাধ্যমের সূর্যোদয়। একটি পত্রিকা থেকে মানুষ দুটি জিনিস চায়। একটি হলো মানুষ যা ভাবে তা পত্রিকায় আসুক, অন্যটি হচ্ছে এমন কোনো তথ্য পত্রিকা তুলে ধরুক যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, সমাজ বদলে যায়। ঢাকা পোস্ট এসব চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।।

    ঢাকা পোস্ট চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার ড. হুমায়ুন করিব, চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর শামীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান সবুর শুভ, সিইউজের সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন এবং দুদুকের সাবেক আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দৈনিক এই বাংলার নির্বাহী সম্পাদক ওয়াহিদ জামান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি জার্নালিস্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, কেএসআরম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, আইআইইউসির মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদ ফরহান অভি, আজকের পত্রিকার চট্টগ্রামের স্টাফ রিপোর্টার জমির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ফারুক আব্দুল্লাহ, দৈনিক মানবজমিনের চট্টগ্রাম ইনচার্জ জালাল রুমি, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি ইফতেখারুল ইসলাম, দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক জোবায়ের লোভান, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান এসএম পিন্টু, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আজাদ, বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার সিরাত মঞ্জুর, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রহমান মিজান উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা পোস্টকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর অতিথিরা বর্ষপূর্তি উপলক্ষে একটি কেক কাটেন। এদিন পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে শতাধিক গরীব-দুস্থ, ও রিকশাওয়ালার মাঝে খাবার বিতরণ করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর