আদিত্য আরাফাত ||
সহজ জয়ে শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা। বিপিএলের নবম আসরের ফাইনালে চতুর্থ বার নিজেদের দাপট ধরে রেখেছে কুমিল্লা।শিরোপা নির্ধারনি এই ম্যাচে ১৭৫ রানের জবাব দিতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার লিটন দাস। লিটন ফেরার পর মাঝের ওভারগুলোতে কুমিল্লাকে অবশ্য চেপে ধরেছিল মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স।
তবে ‘জীবন পাওয়া’ জনসন চার্লসের ব্যাটের ঝড় বিপিএলের ফাইনালে দাপুটে এক জয় এনে দিয়েছে কুমিল্লাকে। ৭ উইকেটের দাপুরে জয়ে শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে চতুর্থবার বিপিএল শিরোপা জিতলো ফ্র্যাঞ্চাইজিটি। এটি বিপিএলের নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ বার শিরোপা জেতার রেকর্ড। যদিও এবারের আসরে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করেছিল কুমিল্লা। সেই দলটিই তারপর টানা ১২ ম্যাচ জিতে শিরোপা নিয়ে ঘরে ফিরেছে।
অপর দিকে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে দাপুটে ক্রিকেট খেলা সিলেট স্ট্রাইকার্সের প্রথমবার শিরোপার স্বাদ পাওয়া হলো না। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে সিলেট।
ব্যাট হাতে মাঠে নেমে আগ্রাসী ব্যাটিং উপহার দেন সিলেটের ওপেনার নাজমুল শান্ত। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বোলে তিনটি চার মারেন শান্ত। এরপর ওভারের শেষ বলে ওভার থ্রো থেকে আরও ৫ রান পায় সিলেট। প্রথম ওভারে ১৮ রান সংগ্রহ করে সিলেট।শিরোপা নির্ধারনি ম্যাচে ব্যাটিংটাই ডুবিয়েছে সিলেটকে। শুরুতে এবং শেষে টপাটপ উইকেট পড়ে ১৭৫ রানেই আটকে যায় সিলেট। মিরপুরে এবারের বিপিএল পিচে কুমিল্লার মতো শক্ত দলের বিপক্ষে এই টার্গেট যে যথেষ্ট নয় সেটা পরে টের পেল সিলেট।
অবশ্য একটা সময় ম্যাচে ফিরেছিল সিলেট। চার নম্বরে নামা জনসন চার্লস শুরুতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। প্রথম ৩০ বলে ৩৩ রান তোলেন ক্যারিবিয়ান ব্যাটার। লিটন কুমার দাস ফেরার পর চাপ বাড়ে কুমিল্লার। এমন সময় ফিরতে পারতেন চার্লসও। কিন্তু ক্যারিবিয়ান তারকার সহজ ক্যাচ ছেড়েছেন রুবেল হোসেন। পরে সেই রুবেলের এক ওভার থেকেই ২৩ রান তুলে নিয়ে ম্যাচ কুমিল্লার পক্ষে নিয়ে এসেছেন চার্লস।
এইবা| বিপিএল|আদিত্য |