ন্যাশনাল ডেস্ক :::
জনপ্রিয় অনলাইন ঢাকা পোস্ট প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। একটি গণমাধ্যম দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে যেমন সমাজের ক্ষত সারাতে পারে, তেমনিভাবে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির দূর্নীতির তথ্য প্রকাশ করে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। ‘
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ঢাকা পোস্টের বয়স মাত্র দুই বছর। এই সময়ে তারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। নিউজের গুণগত মান এবং উপস্থাপনের কৌশলের কারণে তারা পাঠকের কাছাকাছি পৌঁছেছে। যে খবর পাঠকের মনে একটা আবহ তৈরি করে, মত জানাতে বাধ্য করে, সে খবরটিই এখন প্রকৃত খবর হিসেবে গণ্য হয়। অবশ্য সাংবাদিকতার শুরু থেকেই পাঠককে সংবাদ পড়ানোর ক্ষেত্রে ঢাকা পোস্ট ভূমিকা রেখেছে ।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আহসান সাইয়েদ বলেন, ডুবন্তের চেয়ে উদীয়মানমান সূর্যের দাম অনেক বেশি। ঢাকা পোস্ট নতুন ধারার গণমাধ্যমের সূর্যোদয়। একটি পত্রিকা থেকে মানুষ দুটি জিনিস চায়। একটি হলো, মানুষ যা ভাবে তা পত্রিকায় আসুক, অন্যটি হচ্ছে এমন কোনো তথ্য পত্রিকা তুলে ধরুক যা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, সমাজ বদল করতে ভূমিকা রাখে । ঢাকা পোস্ট সেই চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে।’
ঢাকা পোস্ট চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রেজারার ড. হুমায়ুন করিব, চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর শামীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকা চট্টগ্রামের ব্যুরো প্রধান সবুর শুভ, সিইউজের সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও কেএসআরমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, জিটিভির প্রতিবেদক তৌহিদুল আলম, আইআইইউসির মিডিয়া কো-অর্ডিনেটর মাসুদ ফরহান অভি, আজকের পত্রিকার চট্টগ্রামের স্টাফ রিপোর্টার জমির উদ্দিন, দৈনিক মানবজমিন চট্টগ্রামের স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন রুমি, দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহ, মনিরুল ইসলাম মুন্না, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান এসএম পিন্টু প্রমুখ।