জোবাইর চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী :::
বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের আলাচিত, ২৭ মামলার আসামী চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ৭ দিনের রিমান্ডের আবদন করা হলে ১টি মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত । রিমান্ড মঞ্জুর শেষে বৃহস্পতিবার ( ১৬ ফেব্রয়ারী ) দুপুর ১২টায় আদালত চত্বর পুলিশ প্রিজন ভ্যানে ওঠার সময় হাতকড়া পড়া অবস্থায় চেয়ারম্যান লিয়াকত আলী প্রকাশ্যে বাঁশখালী থানার ওসিকে লক্ষ্য করে দম্ভোক্তি করে বলেন, ওসি সাব আঁরে আনাত এইল্যা গাড়ি দিলে ১’শ মামলা দিলেও অসুবিধা নাই (ওসি সাহেব আমাকে আনতে এরকম বেশি গাড়ি দিলে ১শ মামলা করলেও অসুবিধা হব না।) ।’
পুলিশ জানায়, তাকে আগামী ১৯ ফেব্রুয়ারী ও ২৩ ফেব্রুয়ারী আরও ২টি পৃথক মামলায় রিমান্ডের আবেদন শুনানির জন্য আদালতে আনা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী ) ভোর থেকে বাঁশখালী আদালত চত্বর ও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। গত ৯ ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর থেকে চেয়ারম্যান লিয়াকত আলী চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার চট্টগ্রাম কারাগার থেকে জেলা পুলিশের প্রিজন ভ্যানের সামনে পিছনে ২টি পুলিশের গাড়িযোগে সকাল ১১টায় বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেদ্রে পুলিশের ওপর হামলা, ঠিকাদারের কাছ থেকে চাঁদাবাজি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় ৭দিন করে আলাদা আলাদা রিমান্ড আবদন করা হয়। ওই ৩টি মামলার মধ্যে বৃহস্পতিবার পুলিশের ওপর হামলা মামলায় ৭ দিনের রিমান্ড আবদনের শুনানির তারিখ ধায্য ছিল। ওই শুনানিতে ম্যাজিষ্ট্রেট মাইনুল ইসলামের আদালত তার বিরুদ্ধে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামী লিয়াকতের পক্ষে রিমান্ডের বিরোধীতা করেন তার আইনজীবি নুরুল আবছারসহ অন্যান্যরা। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো মাসুদ আদালত রিমান্ড আবেদন করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গন্ডামারার চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে আদালত ৭ দিনের চাওয়া রিমান্ড আবেদনের মধ্যে আজ বৃহস্পতিবার ১ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। আরও ২টি মামলায় পৃথক পৃথক রিমান্ড আবেদন করা হয়েছে। তা পরবর্তীতে শুনানি হব। আদালত চত্বরে দম্ভোক্তি প্রসঙ্গে তিনি বলেন, আদালত চত্বরে চেয়ারম্যান লিয়াকতের দম্ভোক্তি সবাই শুনেছে, এ বিষয়ে উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।