25 C
Dhaka
Monday, March 24, 2025
More

    রাঙামাটিতে ৮১,৬৭৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য বিভাগ

    আরও পড়ুন

    মো. সোহরাওয়ার্দী সাব্বির ,রাঙামাটি

    পার্বত্য জেলা রাঙামাটিতে এবছর ৮১ হাজার ৬৭৬ জন শিশুকে চোখের আলোর পাহারাদার হিসেবে পরিচিত “ভিটামিন এ প্লাস” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
    বুধবার দুপুরে রাঙামাটিস্থ সিভিল সার্জন কার্যালয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

    তিনি জানান, এবার রাঙামাটি জেলায় সর্বমোট ১২৭২ টি কেন্দ্রে ২৫৪৪ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই আগামী ২০ ফেব্রুয়ারী থেকে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর শুরু করা হবে।

    ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট্য ইউএনও, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্থানীয় হেলথ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন কর্মসূচীর সার্বিক বিষয়টি মনিটরিং করা হবে। জেলার দূর্গমতার কথা চিন্তা করে এই কর্মসূচী বেশ কিছুদিন ধরে অব্যাহত রাখা হবে যাতে করে প্রতিটি এলাকার শিশুরা সকলেই এই ক্যাম্পেইনের আওতায় আসে।

    এবার রাঙামাটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১জনকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকর্মী ও বিভিন্ন এনজিও কর্মীসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করবে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

    সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শিবলী শফিউল্লাহ, এমওডিসি ডা. মো. আবু ফয়সাল, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর