22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    জমকালো আয়োজনে চট্টগ্রামে মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

    আরও পড়ুন

    চট্টগ্রাম প্রতিনিধি :::

    চট্টগ্রামে দৈনিক মানবজমিন পত্রিকার পঁচিশ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের এস রহমানে হলে মানবজমিন চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

    দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ‘প্রধান অতিথি ‘ হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক প্রধান ড. শহিদুল হক ।

    অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভসূচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন আহমেদ।

    ড. ইফতেখার উদ্দিন আহমেদ বলেন , দৈনিক মানবজমিন দেশের গণমাধ্যমে নতুনত্বের সংযুক্তি করেছিলো পঁচিশ বছর আগে। দীর্ঘপথে মানবজমিন পত্রিকা স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেছে।

    আলোচনা পর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন বলেন,  বন্দর নগরীর বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন গণমাধ্যম জাতির কাছে তুলে ধরেছে। কিন্তু ক্রীড়াঙ্গনের খবরাখবর চট্টগ্রাম থেকে জাতীয় দৈনিকে তেমন একটা প্রকাশ বা প্রচারিত হয় না। অথচ জাতীয় দলের খেলেয়াড়রাই চট্টগ্রামে বিভিন্ন লীগে অংশ নিয়ে থাকে। মানবজমিনের কাছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রত্যাশা আছে। ‘

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ নিযন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমান্তরালভাবে কাজ করছে সাংবাদিকরা।  ‘

    চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘ গণমাধ্যম দূর্নীতি এবং উন্নয়ন অগ্রগতির চিত্র মানুষের কাছে পৌঁছে দেয়। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা বলে শেষ করা যাবে না। তবে ব্যবসায়ী বেনিয়া গৌষ্ঠী গণমাধ্যমের মালিকানায় এসে এখন গণমাধ্যমের সাইনবোর্ডের আড়ালে দূর্নীতি লুকিয়ে রাখার কৌশল নিচ্ছে। ‘

    দৈনিক মানবজমিন চট্টগ্রাম কার্যালয়ের ইনচার্জ জালাল রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় পর্বে  বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ( দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, উপ কমিশনার ( ডিবি) মো. আলী হোসাইন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব আরিফ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মো. হোছামুদ্দিন,সম্মিলিত পেশাজীবি পরিষদের সভাপতি ও সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক মাহবুবুর রহমান,  চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রুবেল খান, সাংগঠনিক সম্পাদক মোহরম হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ, সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন দুলাল, দূর্নীতি দমন কমিশনের সাবেক উপ সহকারী পরিচালক শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর আহমেদসহ অন্যান্যরা।

    বক্তারা বলেন, ‘কারো তাবেদারী করেনা এই স্লোগানকে গত ২৫ বছর ধরে ধারণ করে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে মানবজমিন। পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাংবাদিক বান্ধব একজন মানুষ। এই করোনার মধ্যেও তিনি তাঁর পত্রিকা ও সাংবাদিকদের অবস্থান ধরে রাখতে পেরেছেন। প্রিন্ট ভার্সনের এই দূর্দিনে তিনি বাংলাদেশের একমাত্র এই ট্যাবলেয়ড পত্রিকাটি চালিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর বলিষ্ঠ নেতৃত্বগুণে। আশা করছি আগামীর দিনগুলোতেও মানবজমিন মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের মানুষের কথা তুলে ধরবে স্বচ্ছতার সাথে।

    ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রামে পালিত হল দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তীতে  পত্রিকার পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

    জমকালো এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন,  দক্ষিণ জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল নাঈম, সিনিয়র সাংবাদিক  ওয়াহিদ জামান, মেট্রোপলিটন হসপিটালের ম্যানেজার তৌহিদুল ইসলাম, ইউএনবি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মাসুদ ফরহান অভি,গাজী টিভির সিনিয়র রিপোর্টার তাওহিদুল ইসলাম,দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হুমায়ুন মাসুদ, দৈনিক পূর্বকোণের স্টাফ রিপোর্টার ইমাম হোসেন রাজু, দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, দৈনিক চট্টলার খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মনির, নিজের বাড়ি ডটকমের প্রধান সাইফুদ্দিন বাপ্পি ও মহানগর ছাত্রদলের সহ-সম্পাদজ সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর