দিলীপ দাস, রাজস্থলী প্রতিনিধি :::
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের দীর্ঘ ১১বছর পর অনুষ্ঠিত হয়েছিল ত্রি -বার্ষিক সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা হয় চার মাস পরে। ১৫ ফেব্রুয়ারি সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি প্রকাশ করেন জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
উপস্থিত দলের সকল ভেদাভেদ ভুলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সাহেদ হোসেন মাসুম, সাধারণ সম্পাদক অংসুইনু মারমার নাম ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, ফজলুল হক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সাংবাদিক মোহাম্মদ মুনসুর আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিঠুল চন্দ্র দে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদোমং মারমা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা, মংপ্রুথোয়াই মারমা, আবু মুছা, পাবেল কান্তি দে, ইউপি সদস্য মউচিং মারমা, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা প্রমুখ।
গত ১৫ অক্টোবর বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেয়া হয়।
ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী সম্মেলনে অংশগ্রহণ করেন।