27 C
Dhaka
Wednesday, February 12, 2025
More

    কানাডায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশীর তিনজনের মৃত্যু

    আরও পড়ুন

    দৈনিক এইবাংলা ডেস্ক :::

    কানাডার টরেন্টোতে  শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারসহ চার বাংলাদেশী ছাত্র সড়ক মারাত্মক  দূর্ঘটনায় কবলে পড়েছে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত নিবিড় কুমারও ট্রমা সেন্টারের আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন।

    স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কানাডার টরেন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সবার বয়স ১৭ থেকে ২১ বছর বলে জানানো হয়েছে।

    দেশের একটি গণমাধ্যমসহ কয়েকটি সূত্র বলছে, গাড়িটির চালকের আসনে ছিলেন গায়ক কুমার বিশজিৎ এর ছেলে নিবিড় কুমার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নিহত  তিন বাংলাদেশি হলেন- আরিয়ান দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ।

    অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়, এরপর আগুন ধরে যায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর