20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ

    আরও পড়ুন

    আল আমিন,নাটোর প্রতিনিধি:-

    আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। আজ বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে বটতলায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

    শিক্ষার্থীরা নানা সাজে সেজে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। তারা সুরে সুরে কন্ঠ মিলিয়ে বলে উঠে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বসন্তবরণ বাঙ্গালীর উৎসব, বাংলার ঐতিহ্য। বিগত বছরহুলোতে করোনাকালীন সময়ে কলেজে ছিল না কোন প্রাণের স্পন্দন। এবার তাদের মনে হচ্ছে সবার মাঝে যেন প্রাণের স্পন্দন জেগেছে। কলেজে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

    আজ বসন্তের প্রথম দিন সঙ্গে বিশ্ব ভালবাসা দিবসও। তারা এদিনে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানায়, জানায় ভালবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। সারাদিন তারা আজ আনন্দে কাটাবে বলে জানায়।

    কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, এ উৎসব বাঙ্গালীর নিজস্ব উৎসব। এ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্পৃতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    - Advertisement -spot_img

    সবশেষ খবর