বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ ফাল্গুন রঙ আর ঋতুর উচ্ছ্বাসকে বরণ। পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস গত কয়েক বছর একই দিনে পড়ার কারণে রঙ ছড়িয়েছে সারাদেশে । আগে পয়লা ফাল্গুন পড়ত ১৩ ফেব্রুয়ারি, তার পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় করে বাংলা বর্ষপঞ্জির সংস্কার করায় এই পরিবর্তন।
আসলে ভালোবাসার জন্য কোনো বিশেষ দিনক্ষণের আবশ্যকতা থাকে না। তবু বেশ কয়েক বছর থেকেই পশ্চিমা রীতির ’ভ্যালেন্টাইন ডে’ বা ভালোবাসা দিবস বেশ উৎসাহের সঙ্গেই উদ্যাপিত হচ্ছে আমাদের দেশে। বিশেষত তরুণ প্রজন্ম তাদের প্রিয়জনের কাছে হৃদয়ের গোপন কথাটি বলার জন্য এই দিনকে বেছে নেন। ভালোবাসা দিবসে যুগলের বেড়াতে যাওয়া, হোটেল-রেস্তোরাঁয় খাবার খাওয়া, উপহার বিনিময় আর মধুর বচনে প্রণয়ের কথোপকথনে কাটিয়ে দেন দিনটি।
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বসন্ত উৎসবের আয়োজন। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে এবার ২৮তম বছরে পদার্পণ করছে এই উৎসব। সকাল সাতটায় উৎসবের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার সকাল। বিকেলে বকুলতলার পাশাপাশি উৎসবের কার্যক্রম চলে পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরের বঙ্গবন্ধু উন্মুক্ত মঞ্চে।
বন্দর নগরী চট্টগ্রামে ফাগুন মেলার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর খুলশীতে দ্বিতীয়বারের মত দেশীয় পণ্য নিয়ে বৈঠক শিরোনামে আয়োজন করা হয়েছে এই ফাগুন মেলা। চট্টগ্রামের দেশীয় পণ্য নিয়ে কাজ করেন এমন কয়েকজন নারী উদ্যোক্তা এবারও পহেলা ফাল্গুনকে সামনে রেখে এ মেলা আয়োজন করেছেন। গতবছর এপ্রিল মাসে প্রথমবার এ মেলার আয়োজন করা হয়।