মহিউদ্দীন চৌধুরী,পটিয়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও চট্টগ্রামের পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে দুই ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যান্সার রোগী পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাদল শীলের পুত্র লিটন শীল (৩৮) ও পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নুর হোসেনের পুত্র শাহাজাদ মোহাম্মদ আসিফ (১৯) ১৩ ফেব্রæয়ারি সোমবার দুপুরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।
সহায়তা প্রদানকালে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন দীর্ঘদিন মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা, খাদ্য, বীজ বিতরণ এবং অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। যা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।