আজগর আলী সেলিম চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের খাঁন বটতল এলাকায় কাভার্ডভ্যানের মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মকবুল আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খাঁন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত মকবুল আহমদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
নিহত মকবুল দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গাড়িটি থানা হেফাজতে নিয়ে আসেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।