আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ বালুমহালের বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় মোহাম্মদ শফিকের অবৈধ বালু জব্দ করে নিলামে তিন লাখ ১০হাজার টাকায় বিক্রি হয়েছে।