20 C
Dhaka
Friday, February 14, 2025
More

    শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব

    আরও পড়ুন

    ক্রীড়া প্রতিবেদক ::

    বিপিএলের প্রথম আসর থেকে মাঠে আছেন সাবিক আল হাসান। সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবার শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। রোববার (১২ ফেব্রুয়ারি) বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এবারের আসরের ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।

    সাকিবের আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ মিথুন। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

    ২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন সাকিব। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে নেতৃত্বের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ।খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ব্যাট হাতে ২১৪২ রান ও বল হাতে ১৩১ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের মালিকও তিনি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর