18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    নেপালে সাউথএশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেলেন টেকনাফের ওমর ফারুক

    আরও পড়ুন

    মোঃ আলমগীর, টেকনাফ :::

    কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর ব্যবসায়ী ওমর ফারুক (সিআইপি) ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতায় দেশে সেরা করদাতা স্বীকৃতির পর এবার এবার আন্তর্জাতিক পর্যায়ে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ড-২০২২ পেলেন। তিনি মেসার্স ফারুক ট্রেডার্স এর স্বত্বাধিকারী।

    গত শুক্রবার (১০-ফেব্রুয়ারি) জমকালো অনুষ্টানের মধ্যদিয়ে নেপালের রাজধানী কাটমান্ডু’র হোটেল মার্শাংদি অডিটরিয়ামে ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দক্ষিণ এশিয়া ব্যবসায়িক অংশীদারিত্বের সুচনাকল্পে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার হাতে এই সম্মাননা পুরষ্কার তুলেদেন।

    অনুষ্টানে বাংলাদের পর্যটন নগরী কক্সবাজার জেলা থেকে পুরুষ ক্যাটাগরীতে একমাত্র ব্যবসায়ী ওমর ফারুককে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ এর পরিচালক এ.এম গোলাম ফারুক মজনু।

    তিনি দ্বীর্ঘ বছর ধরে টেকনাফ স্থল বন্দরে বিভিন্ন পণ্য আমদারী ও রপ্তানী ব্যবসার সাথে জড়িত রয়েছে।

    ওমর ফারুক জানান, এই সম্মাননা আমার জীবনে ব্যবসায়ীক সফলতার প্রথম ধাপ। এধরনে সম্মাননা অর্জনের ফলে আরো বৃহৎ পরিসরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসার সাথে যুক্ত হতে সাহস যুগিয়েছে।

    প্রসঙ্গত, গত (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম আয়কর বিভাগের উদ্যোগে ২০২১-২০২২ কর বর্ষে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর তরুন ক্যাটাগরীতে টেকনাফের সেরা করদাতা নির্বাচিত হন টেকনাফের স্থল বন্দর ব্যবসায়ী ওমর ফারুক।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর