মোঃ সাহাবুদ্দীন সাইফ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শামসুল আলম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ২নং গেইট এলাকার মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম ফতেপুর ইউনিয়নের জামতল এলাকার নাজির আহমদের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত শামসুল আলম কিছুটা মানুষিক ভারসাম্যহীন, রাতে রাস্তা পারাপার হওয়ার সময় হাটহাজারী গামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামসুল আলমের মৃত্যু হয়। পরে রাউজান হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে বাসের রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া না গেলেও বাসের পিছনদিকে মালেক শাহ লিখা ছিলো বলে জানা গেছে।
এবিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিলে তার ছেলে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, বাসের পিছনে মালেক শাহ লেখা ছিলো তবে বাসের নাম্বার আমরা এখনো পায়নি। বাসটি শনাক্ত করতে আমরা কাজ করছে পুলিশ।