22 C
Dhaka
Thursday, February 13, 2025
More

    ফিলিপাইনে এক সৈন্যে হাতে চার সেনা সদস্য খুন

    আরও পড়ুন

    আন্তর্জাতিক ডেস্ক

    ফিলিপাইনের কাগায়ান দে ওরো নগরীতে সেনাবাহিনীর একটি কম্পাউন্ডের ভেতর এক সৈন্য চার সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে। ওই সৈন্য পরে অস্ত্র হাতে কম্পাউন্ডের ভেতর আরো কয়েকটি কক্ষে যান। তার ছুটোছুটির মধ্যেই দুই সেনা তাকে জাপটে ধরে এবং মারামারির এক পর্যায়ে তাকে হত্যা করে। শুক্রবার মধ্যরাতের পর (স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরের দিকে) এ ঘটনা ঘটে বলে জানান মেজর ফ্রান্সিসকো গ্যারেলো।

    তিনি বলেন, রাত ১টার দিকে এক সৈন্য অস্ত্র হাতে দৌড়ে এসে চার সেনাকে গুলি করে হত্যা করে। আমরা জনগণকে আশস্ত করে বলছি, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা।

    এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং সেনা নিয়োগ ও প্রশক্ষিণ প্রক্রিয়ায় কোনো ধরণের গাফিলতি থেকে যাচ্ছে কিনা তা খুঁজে দেখতে বাহিনীর ভেতর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

    এর আগে গত বছর জুনে রাজধানী ম্যানিলায় ‘গ্রাজুয়েশন ডে’র দিন গোলাগুলিতে একজন সাবেক মেজরসহ তিনজন নিহত হন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর