আল আমিন,নাটোর প্রতিনিধি:
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ আর কাউকে চাঁদাদিতে হয়না। ব্যবসায়ীরা আজ নিশ্চিন্তে ব্যবসা করতে পারে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মানুষ অবাধে চলাফেরা করতে পারে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে শান্তি সমাবেশে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
আজ সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় পৌর আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া সহ অঙ্গসংঠনের নেতা কর্মীরা।