18 C
Dhaka
Sunday, February 16, 2025
More

    বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোটভাই জসিম কারাগারে

    আরও পড়ুন

    ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা ঋণ খেলাপির মামলায় কারাবন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোটভাই ও রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ  বলেন, গ্রেফতার জসিম উদ্দিন চৌধুরী বিরুদ্ধে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। শুক্রবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা হতে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে র‌্যাব-৭।

    র‌্যাব জানায়, এ বছরের ২৪ জানুয়ারি গণমাধ্যমে শীর্ষ ২০ ঋণ খেলাপীর নাম প্রকাশিত হয়। ওই প্রকাশিত তালিকায় আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ঋণ এক হাজার ১৪২ কোটি টাকা উল্লেখ করা হয়। জাতীয় সংসদেও ঋণখেলাপীদের তথ্য উপস্থাপনের পর র‌্যাব ঋণ খেলাপিদের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের তথ্য পাওয়া যায়।

    এ ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদক বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় ২০১৭ সালে রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে ৩ নম্বর আসামি করে চার্জশীট দাখিল করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর