আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় প্রায়ভেট কারের ধাক্কায় মো. নাজির উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
১০ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে আনোয়ারা- বাঁশখালী পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাজির উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাজিরকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় মোঃ নাজিম বলে একজনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি পালিয়ে যাই। গাড়িতে আটকে চেষ্টা চলছে।নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।