22 C
Dhaka
Friday, February 14, 2025
More

    বাঁশখালীতে নকল ভূমি অফিস থেকে জমির দলিল উদ্ধার, পলাতক তিন দালালকে তলব

    আরও পড়ুন

    জোবাইর চৌধুরী বাঁশখালীঃ
    বাঁশখালী উপজেলা সদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে হারাধন ধর নামের জনৈক ব্যক্তির ৩ তলা বিল্ডিংয়ের নিচ তলায় “নকল ভূমি” অফিসে অভিযান চালিয়েছেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান। ওই নকল অফিস থেকে বিপুল পরিমাণ দলিল, নামজারী খতিয়ানের আবেদন পত্র, নতুন সৃজিত নামজারী খতিয়ানসহ বিবিধপ্রকার ফাইলপত্র জব্দ করা হয়েছে।

    শুক্রবার(১০ ফেব্রুয়ারী) বিকালে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহামুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের জানান, ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাত ৯টায় অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে ওইখানে কর্মরত ৩ নকল কর্মকর্তা রোকন উদ্দিন, মো. জমির এবং মো. জমশেদ পালিয়ে যায়। ওই নকল অফিস থেকে জব্দ করা বিপুল পরিমাণ ফাইলপত্র অনুসন্ধান চালিয়ে আজ শুক্রবার নিশ্চিত হওয়া গেছে, ভূমি অফিসের চিহ্নিত ৩ দালাল নকল ভূমি অফিস স্থাপন করে জনগণকে ধোকা দিচ্ছে। ফাইলপত্র জব্দের পর ওই নকল ভূমি অফিসে তালা লাগানো হয়েছে। ৩ দালালকে আগামী রবিবার অফিস সময়ের মধ্যে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ভুক্তভোগীদের দীর্ঘদিনের অভিযোগ বাঁশখালীর রোকন উদ্দিন, মো. জমির এবং মো. জমশেদ ভূমি অফিসের দালালি করে প্রতারণা করে আসছে। গরীব অসহায় মানুষের সুযোগ নিয়ে অসংখ্য মানুষের জায়গা জমি তারা নিজেদের নামেও নকল নামজারি খতিয়ান সৃজন করে জায়গা-জমি দখল করে প্রতারণা বাণিজ্য চালাচ্ছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisement -spot_img

    সবশেষ খবর